শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিধ্বস্ত ভারত। চারদিকে মৃত্যুর মিছিল। প্রকট সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। এমন অবস্থার মধ্যে অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে অক্সিজেনের চাপ কমে যায়। সেটি ঠিক করতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে। তাতেই প্রাণ গিয়েছে ১১ জন রোগীর।
অন্ধ্রপ্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর এবিপি আনন্দের
খবরে বলা হয়েছে, হাসপাতালে অক্সিজেন রিলোডে পাঁচ মিনিট দেরি হয়। এসময়ই তাদের মৃত্যু হয়েছে। চিত্তুরের জেলাশাসক জানিয়েছেন মৃত্যুর পিছনে অক্সিজেনের চাপ কমে যাওয়াই কারণ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।
চিত্তুরের জেলাশাসক এম হরি নারায়ণ বলেছেন, যে ১১ করোনা আক্রান্ত মারা গিয়েছেন, তারা অক্সিজেন সাপোর্টে ছিলেন। তবে অন্য রোগীদের বাঁচানো সম্ভব হয়েছে। ওই হাসপাতালে প্রায় এক হাজার কোভিড রোগী চিকিৎসাধীন।
কর্মকর্তারা জানিয়েছেন, অক্সিজেনের চাপ রাত সাড়ে আটটা নাগাদ নামতে শুরু করে এবং সরবরাহ পুরোপুরি চালু হওয়ার আগে কয়েক মিনিটের মধ্যে ওই রোগীদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের লোকজন কোভিড আইসিইউতে ভাঙচুর চালায়। এতে বেশ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। ওষুধ ও ইঞ্জেকশনসহ উল্টে পড়ে টেবিল।
কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় চিকিৎসক ও নার্সরা আইসিইউ ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করোনাই বিপর্যস্ত ভারতে ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।