1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আবারও শীর্ষে ফিরল পিএসজি

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি সমুজ্জ্বল ক্লাব ফুটবলেও। আবারও ফ্রি-কিকে করলেন চমৎকার গোল। তারপরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পিএসজি। তবে ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল চ্যাম্পিয়নরা।

প্যারিসে শনিবার রাতে নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতে নিয়েছে ক্রিস্টোফ গাল্টিয়েরের দল।

আক্রমণভাগে মেসি ও নেইমারের সঙ্গে এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান ফরাসি স্ট্রাইকার উগো একিতিকে। যে কারণে সাইড বেঞ্চেই বসে থাকতে হয় এমবাপ্পেকে।

বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও শুরুতে পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। অবশেষে ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি।

ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি গিয়ে জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক কাসপের স্মাইকেলের। মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পেয়ে যায় পিএসজি।

ক্রীড়া পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটার তথ্য অনুযায়ী, এ নিয়ে সরাসরি ফ্রি-কিকে মেসির গোলের সংখ্যা হলো ৬০টি, তবে পিএসজির হয়ে এটাই প্রথম। এর আগে বার্সেলোনার হয়ে ৫০টি ও আর্জেন্টিনার জার্সিতে আছে ৯টি।

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষেও নিজের দুই গোলের একটি ফ্রি-কিকে করেছিলেন মেসি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচেই দুটি করে গোল করেন এই ক্ষুদে যাদুকর।

বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানে ২৬ ম্যাচে কেবল ৬ গোল করতে পারেন মেসি। তবে এই মৌসুমে লিগে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ৫ গোল হয়ে গেল ৯ ম্যাচেই। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে হলো ৭টি।

খেলার ৩৭তম মিনিটে অবশ্য আরেকটি ফ্রি-কিক পায় পিএসজি। তবে এবার ফ্রি-কিকটি নেন নেইমার, যা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। আর বিরতির ঠিক আগে বক্সের বাইরে থেকে মেসির নেয়া একটি শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন স্মাইকেল।

এদিকে, দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে।

এ অবস্থায় ৫৯তম মিনিটে একিতিকে-কে তুলে নিয়ে এমবাপ্পেকে নামান কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। লিড পুনরুদ্ধারে নিসের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৭০তম দারুণ একটি সুযোগ পান দ্বিতীয়ার্ধে বদলি নামা নুনো মেন্দেস। মেসির পাস ডি-বক্সে ভালো পজিশনে পেয়েছিলেন পর্তুগিজ ডিফেন্ডার, সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু তার শট এগিয়ে এসে রুখে দেন স্মাইকেল।

আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর চোখ রাঙানি যখন পিএসজির সামনে, ত্রাতা হয়ে আসেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে জয়সূচক গোলটি করেন তিনি। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

আসরে এ নিয়ে আট ম্যাচে ৮ গোল করে নেইমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে তার গোল হলো ১১টি।

এদিকে, ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..