শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়াকে পরাজিত করেছে পাকিস্তান। সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্টে প্রতিপক্ষের ব্যাটম্যানদের বোলিং দাপটে সাজঘরে ফেরান তাদের বোলাররা।
পাকিস্তান দল ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ৫৭ রানে প্রতিপক্ষকে থামিয়ে ৯ উইকেটে জয় লাভ করে। ৯ ওভার খেলে ১ উইকেটে ৬১ রান সংগ্রহ করে তারা।
ম্যালয়েশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে দু’জন মাত্র দুইং অংকের রান সংগ্রহ করেন। এলসা হান্টার ২৯ রানে অপরাজিত ছিলেন। আর ওপেনার ওয়ান জুলিয়া সংগ্রহ করেন ১১ রান। এরপরের সেরা ইনিংস নুর দানিয়া সিউহাদার অপরাজিত ৪ রান। আর বাকি পাঁচ ব্যাটসম্যান কোনো রানই তুলতে পারেননি নিজেদের ঝুলিতে।
পাকিস্তান দলে ওমাইমা সোহেল ৩ ওভারে ১৯ রান নিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন। তুবা হাসান পান দুই উইকেট। তিনি ৪ ওভারে ১৩ রান দেন এবং ম্যাচসেরা হন।
জয়ের উদ্দেশ্যে মাঠে নেমে ৬ ওভারে ৪৫ রান তুলে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে ৩১ রান সংগ্রহ করেন তিনি। মুনিবাকে নিয়ে তিন ওভার খেলে দলকে জিতিয়ে নেন বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত থাকেন।
এদিকে সোমবার সকাল ৯টায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে স্বাগতিকদের যাত্রা শুরু হয়েছিল।