সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শমসেরনগর রোডস্থ শ্যামেরকোনা এলাকায় শ্রমিকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে হুমায়ুন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলাউদ্দিন শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের মৌলভীবাজার পৌরসভা সভাপতি আলখাছউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিকের স্বার্থ আদায়ে কাজ করে। তাদের সুখে-দুঃখে কাছে থাকে। এবং শ্রমিকদের নায্য দাবি আদায়ে কাজ করে। এজন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কাছে গ্রহন যোগ্যতা অর্জন করেছে।
ঈদ সামগ্রীতে ছিল চাল, ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, সোয়াবিন ও আলু। এসময় বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।