শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে সদর উপজোয় এডাবের সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ,জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাশ। ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম,এ হামিদ এর পরিচালনায় ও ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক এস এম
উমেদ আলী, সদর উপজেলা (মাধ্যমিক) শিক্ষাকর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহমুদা আক্তার সাথী, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ইমাদ উদ দীন,মাহবুবুর রহমান রাহেল। এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি,স্বেচ্ছাসেবী প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রমূখ। সভায় ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করেন এডাবের জেলা সমন্বয়কারী মেহেদী হাসান সুজন। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন,বুষ্টার টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।