1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

কুলাউড়ায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শুভসংঘের ঈদ উপহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৬০ বার পঠিত
কুলাউড়া  প্রতিনিধি: সমাজের সুবিধাবঞ্চিত (পথশিশু, এতিম ও দু:স্থ)  শিশুদের সাথে ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে  সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুকে ঈদের নতুন কাপড় বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্ঠা এম. মছব্বির আলী, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মো. জীবন রহমান, প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুস শহীদ জুবের। স্বাগত বক্তব্যে দেন কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘের ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, সদস্য মো. সালাউদ্দিন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, রিপন বখ্শ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া পৌরসভার সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুর হাতে ঈদের নতুন কাপড় তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ সহ শুভসংঘের বন্ধুরা। এছাড়া শুভসংঘের বন্ধুদের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়ন, কাদিপুর, রাউৎগাঁও, কর্মধা ও ভূকশিমইল ইউনিয়নে আরো ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর কাছে ঈদের নতুন কাপড় পৌছে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও বিশেষ অতিথি ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী কালের কণ্ঠ শুভসংঘের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে একটি শ্রেণীর মানুষের কাছে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত শিশুদের খোঁজে খোঁজে বের করে তাদের মাঝে ঈদের নতুন কাপড় তুলে দিয়ে শুভসংঘের বন্ধুরা যে দৃষ্টান্ত দেখিয়েছে তা অনেক প্রশংসার দাবি রাখে।  আগামীতে শুভসংঘের প্রতিটি ভালো কাজে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সবসময় সহযোগীতা থাকবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..