মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: মায়ের কথা কি রাখা সম্ভভ হবে রোনালদোর? মা আভেইরো তো বলছেন সেই শৈশবের ক্লাবে ফিরে যেতে। ছোট বেলায় লিসবনের জার্সিতেই মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো। তাই মায়ের আবদার সামনের মৌসুমে যেন রোনালদো খেলেন সেই শৈশবের ক্লাবে।
কিছুদিন হলো ফুটবল বিশ্বে গুঞ্জন রটেছে রোনালদোকে আর রাখবে না য়্যুভেন্টাস। কারণ হিসেবে তারা বলছে তাকে দল থেকে বাদ দিয়ে খরচ কমাবে ক্লাবটি। এর পেছনের ঘটণা হলো এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারেনি তুরিনের ক্লাব।অনেকে অবশ্য ধরেই নিয়েছে রোনালদো য়্যুভেন্টাস ছেড়ে ঘর বাদছেন পিএসজি’র সাথে অথবা ম্যানইউয়ে। তবে সম্ভবনা জেগেছে পর্তুগালের ক্লাব লিসবনের হয়ে খেলার। তারা এবার লিগ চ্যাম্পিয়ন হয়ে খেলার সুযোগ করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। আর এই ক্লাবেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলো রোনালদো। ঘোষণা দিয়েই লিসবনে যোগদিবে রোনালদো, পর্তুগালের একটি টিভি চ্যানেলে এমটা প্রত্যাশাই ব্যক্ত করেছেন রোনালদোর মা।