শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোটার: আজ মুসলমানরা ধর্মীয় দুই বড় উৎসবের একটি (ঈদুল ফিতর)। ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজের মধ্য দিয়ে ধর্মীয়ভাবে শুরু হয় পবিত্র ঈদুল ফিতর উপযাপন।
তবে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার কোনো ঈদগাহেই অনুষ্ঠিত হয়নি ঈদের নামাজের জামাআত অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মসজিদে মসজিদে। ঈদের জামাত শেষে মুনাজাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ দেশের সুরক্ষায় প্রার্থনা করা হয় মহান আল্লাহর কাছে।