1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

সুযোগ পেয়েও ব্যর্থ রোনালদো, পয়েন্ট খোয়ালো ম্যানইউ

  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : গত ১৩ আগস্ট ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে হারের ম্যাচের পর গতরাতে আবার শুরু একাদশে সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুর একাদশে ফিরে নিজের ছায়া হয়ে থাকলেন সিআর সেভেন। ব্যর্থ ছিলেন আক্রমণভাগের বাকিরাও। তাতেই টানা দ্বিতীয় জয় পাওয়া হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের।

রোববার (১৬ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল শূন্য সমতায় পিছিয়েই গেল রেড ডেভিলসরা। এভারটনের বিপক্ষে বদলি নেমে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক ছোঁয়া রোনালদো ম্যাচের শুরুর একাদশে ফিরেও কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। এরপর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে তুলে নেন টেন হাগ।

ওল্ড ট্রাফোর্ডে কিক অফের আগে ছোট্ট এক অনুষ্ঠানও হয়েছে। ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন রোনালদোর হাতে সিলভার প্লেট তুলে দেন। ৭০০তম গোলের স্মারক পুরস্কার। আর গোলকিপার ডেভিড দে হেয়ার ইউনাইটেডের হয়ে এটি ছিল ৫০০তম ম্যাচ। ফার্গির হাত থেকে তিনিও স্মারক উপহার পান।

বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও নিউক্যাসলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারছিল না ইউনাইটেড। শুরু থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়াতে থাকেন জ্যাডন স্যানচো, ফ্রেদরা। উল্টো মাঝেমধ্যে ইউনাইটেডের রক্ষণে হানা দিচ্ছিল নিউক্যাসলও। কিন্তু গোল অধরা থাকে তাদেরও।

পঞ্চদশ মিনিটে ব্রুনো গুইমারায়েসর হেড এবং পরের মিনিটে জ্যাকব মার্ফির ডান পায়ের শট আটকে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রেড ডেভিলরা আক্রমণে কিছুটা গতি পায়। ৫২তম মিনিটে ফের্নান্দেসের পাস ট্রিপিয়ারের পা ঘুরে পেয়ে যান রোনালদো, কিন্তু ভারসাম্য হারিয়ে শট নিতে ব্যর্থ তিনি।

ছয় মিনিট পর বক্সে ম্যানইউর স্যানচো ফাউলের শিকার হলে পেনাল্টির জোরাল আবেদন করলেও ভিএআর দেখে তাতে সাড়া দেননি রেফারি। ৬১তম মিনিটে স্যানচোর ক্রসে মার্সিয়ালের নেয়া শট আটকে দেন নিউক্যাসল গোলরক্ষক।

৭৪তম মিনিটে রোনালদোকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান ইউনাইটেড কোচ। এসময় দর্শকরা করতালিতে ভাসিয়েছেন রোনালদোকে। ৮২তম মিনিটে র‍্যাশফোর্ডের ফ্রি কিক পোস্টের অনেক উচুঁ দিয়ে উড়ে যায়। ৮৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা র‍্যাশফোর্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক। এই সুযোগে বক্সে পাস বাড়ান তিনি, কিন্তু বাইরে মেরে হতাশ করেন ফ্রেদ।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে এক ধাপ পরে আছে নিউক্যাসল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..