সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সি.এন.আর.এসের সূচনা প্রকল্পের উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্পের সমাপনী সভা রোববার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী।
সূচনা প্রকল্পের জিসিডিও অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, যুগান্তরের সিনিয়র সাংবাদিক আব্দুর রব,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.
আল-আমিন, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি মেম্বার শহিদ আহমদ, উপজেলা মহিলা অফিসের প্রশিক্ষক অসীম চক্রবর্তী, সূচনার টেকনিকেল অফিসার মতিউর রহমান, ইউনিয়ন কো-অর্ডিনেটর তালেব উদ্দিন। সভায় সূচনা প্রকল্পের উপকারভোগী সুমাইয়া আক্তার,হোসনা বেগম, হিরাতুন বেগম, দিপালী রাণী দাস, মনোয়ারা বেগম প্রমুখ সূচনা প্রকল্পের সহযোগিতায় স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।
সভা শেষে সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী প্রকল্পের ৩ বছরের কার্যক্রমের বিবরণ সম্বলিত একটি ফাইল ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামের হাতে তুলে দেন।