1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আর্জেন্টিনা দলে ফিরলেন আগুয়েরো, জায়গা হয়নি দিবালার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৩৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরলেও ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে এখনো খুব বেশি খেলার সুযোগ হয়নি সার্জিও আগুয়েরোর। তার পরও অভিজ্ঞ এই স্ট্রাইকারের ওপর ভরসা রেখেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তবে দলে জায়গা হয়নি দিবালার।

করোনাভাইরাসের থাবায় থমকে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব তিন মাস বিরতি শেষে আগামী মাসে ফের মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৪ জুন ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টনা। এই দুই ম্যাচের জন্য রবিবার ৩০ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি।

সবশেষ গত নভেম্বরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই আন্তর্জাতিক সূচিতে প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর পেরুর মাঠে ২-০ গোলে জিতেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে বাছাইপর্বের সেই দুই ম্যাচে খেলতে পারেননি আগুয়েরো। তার ফেরায় আরও শক্তিশালী হলো লিওনেল মেসি, লাউতারো মার্টিনেসদের নিয়ে গড়া দলটির আক্রমণভাগ। দলে জায়গা হয়নি জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার।

গত মার্চে কাতার বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে সে সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে এমন দেশগুলোকে ‘লাল তালিকাভুক্ত’ করেছিল যুক্তরাজ্য সরকার, যে তালিকায় ছিল দক্ষিণ আমেরিকার সব দেশ। ফলে যুক্তরাজ্যে খেলা খেলোয়াড়দের সেখান থেকে ফিরে নির্দিষ্ট হোটেলে ১০ দিন কোয়ারেন্টিন ছিল বাধ্যতামূলক। এই কারণে প্রিমিয়ার লিগের দলগুলো খেলোয়াড়দের ছাড়তে চায়নি তখন। পরে স্থগিত হয়ে যায় সেই মাসের কনমেবল অঞ্চলের বাছাইয়ের সব ম্যাচ। লম্বা বিরতির পর যা আবারও ফিরতে যাচ্ছে। তবে সেই দুই রাউন্ড হবে পরে।

বাছাইয়ে এখনো অপরাজিত আছে আর্জেন্টিনা। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ব্রাজিল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুস্সো (উদিনেজ),

ডিফেন্ডার : নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্টিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাহুয়েল মোলিনা (উদিনেজ), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হোসে লুইস পালোমিনো (আতালান্তা), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা)

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি), লুকাস ওকামপোস (সেভিয়া), এমিলিয়ানো বুয়েন্দিয়া (নরিচ সিটি)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আঞ্জেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..