সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। টুর্নামেন্টের অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের দল।
বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল বদল করে ফেললেন পাক অধিনায়ক। করাচি কিংস ছেড়ে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে চলা গুঞ্জনকেও সত্যি করলেন এই ব্যাটটার।
পিএসএলের অষ্টম আসরে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে বাবরকে। পাকিস্তানের অধিনায়ককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি। টুইটারে তারা জানায়, ‘হলুদ ঝড়ে স্বাগতম বাবর আজম।’
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলের হয়ে খেলেছেন বাবর। করাচির হয়ে ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেললেও এর আগে ইসলামাবাদ ইউনাইটেডে ছিলেন তিনি। যেখানে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার।