1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটের চার জেলা পরিষদ চেয়ারম্যান: শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: সিলেট বিভাগের নবনির্বাচিত চারজন জেলা পরিষদ চেয়ারম্যান শপথ নিচ্ছেন আগামীকাল সোমবার। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সদস্য পদে বিজয়ীদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শপথের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে- মূল শপথ অনুষ্ঠানস্থলে নির্বাচিত সব চেয়ারম্যান ও সদস্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, কিংবা মোবাইল ফোন নিয় ঢুকতে পারবেন না। তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা সম্পন্ন করে শপথ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। অ্যাডভোকেট নাসির উদ্দিন ছিলেন আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী। এ জেলায় তিনি ছাড়া শিক্ষাবিদ ড. এনামুল হক সর্দার মনোনয়ন সংগ্রহ করলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন।
নাসির উদ্দিন খানের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। তিনি এরআগে জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
তবে সুনামগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল হুদা মুকুট। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা গেলবারের মতো এবারও দলীয় বিদ্রোহী হয়ে জয়লাভ করেন। তিনি মাত্র ৮ ভোট বেশি পেয়ে জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে মুকুটের প্রাপ্ত ভোট ৬১২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছিলেন ৬০৪ ভোট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..