রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দূপুর ২ টায় শহরের বেঙ্গল কনভেনশন হলে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সমাবেশে প্রধান অতিথির পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু নাসের মোহাম্মদ রিকাবদার।
পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ শ্রেণি পেশার মানুষ।
মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে একটি খসরা প্রস্তাবনার পুস্তক প্রকাশনার মোরক উম্মোচন করা হয়েছে।