মোয়াজ্জেম চৌধুরী:
সাংবাদিক রোজিনা ইসলাম কাঁদে না
কাঁদে বাংলাদেশ,
নীল ভ্যানে রোজিনা বন্দী না
বন্দী বাংলাদেশ,
রোজিনা তুমি ভেবো না
তুমি হবে লাখো সহকর্মীদের অনুপ্রেরণা।
মুক্ত হলে সাংবাদিক রোজিনা
তবেই না স্বাধীন বাংলা,
মনে রেখো হে প্রেরণা
হয়নি জয় চুরের
আর হবেও না কোনদিন,
তোমার লেখনির হয়েছে জয়
পথ পায়নি পালাবার
তাই তো তোমায় বন্দী করলো
তাদের চুরির আস্তানায়।
চুরি করে কোটিপতি গুটিকয়েক আমলা
তাদের গুনগান গায় কোন চামচা,
আজ যারা ফোঁসে উঠেনি
তাঁরাই বুঝিয়েছে তাঁরা চামচা৷
নেই প্রয়োজন সুখের
ন্যায়ের প্রতিষ্ঠা হোক সকলের।
আজ অবধি যত কলম সৈনিক
দিয়েছে প্রাণ আর আত্মসম্মান,
তারাই এ জাতীর বীর সন্তান।
তোমার চোখের জল শুকিয়ে গেছে
সহকর্মীদের আত্মচিৎকারে,
পরাধীন আজ গণমাধ্যম
পরাধীন সোনার বাংলা,
রোজিনা ইসলাম কাঁদে না
কাঁদে বাংলাদেশ, রোজিনা মুক্তি হলে
মুক্ত হবে দেশ, রোজিনার জন্য কাঁদে বাংলাদেশ।
স্বাধীন বাংলায় বন্দী আজ গোটা বাংলাদেশ
গণমাধ্যম মুক্ত হলে মুক্ত হবে দেশ,
সাংবাদিক রোজিনা ইসলাম কাঁদে না
কাঁদে বাংলাদেশ।।
এ জাতীয় আরো খবর..