বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের ১৮ মে (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনেক শোবিজ তারকাও বিষয়টিতে মর্মাহত। অভিনেত্রী জয়া আহসান তাদের একজন। তিনি ফেসবুক পাতায় এ ঘটনার নিন্দা জানিয়ে রোজিনার মুক্তি দাবি করেছেন।
জয়া লেখেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয় বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো? রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।’