শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপির। মঙ্গলবার রাতে আব্দুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমান খছরুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক আব্দুস সহিদ খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক এম. ইদ্রিছ আলী। গত বছরের ৬ ডিসেম্বর বড়লেখায় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নছিব আলী, মইন উদ্দিন, আব্দুল মুকিত লুলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মইন উদ্দিন মেম্বার, আনোয়ার উদ্দিন, ময়নুল হক ও সাইফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম শুনু মিয়া, মিছবাউল হক মিনু। সহ-সাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ আবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মালিকুর রহমান মায়ন, সহ-কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।