1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় সন্ত্রাসী হামলায় হাওরপাড়ের দুই কৃষক সহোদর আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় হাকালুকি হাওরপাড়ের দুই কৃষক সহোদর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের আবুল হোসেন ও আলী হোসেন তাদের উপর এই সন্ত্রাসী হামলা চালায়। আহতরা হলেন- উপজেলার পশ্চিম গগড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আবু হানিফ ও মোস্তফা আহমদ। সন্ত্রাসী হামলার ঘটনায় বিকেলে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাড়ের ব্যাপক জলজবৃক্ষ উজাড়ের পর প্রায় ৩ একর সরকারি ভূমি জবর দখল করে রবিশস্য লাগিয়েছে হাওরপাড়ের পশ্চিম গগড়া গ্রামের রহমান আলীর ছেলে আবুল হোসেন ও আলী হোসেন। অভিযোগ রয়েছে ২-৩ বছর ধরে তারা পরিবেশ অধিদপ্তরের ২০০৩-০৪ সালের সৃজিত ব্যাপক জলজবৃক্ষ নিধন করে সরকারী ভূমি দখল করেছে। সম্প্রতি হাওরের জলজবৃক্ষ নিধনের খবর পেয়ে বনবিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীও সেখানে যান। হামলাকারী আবুল হোসেন ও আলী হোসেন বনবিভাগের লোকজন ও গণমাধ্যকর্মীর পরিদর্শণের পেছনে মোস্তফা আহমদ ও আবু হানিফের হাত রয়েছে বলে এলাকায় অভিযোগ তুলে। শুক্রবার দুপুরে হাওরপাড়ের সবজি ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার সময় পূর্ব-পরিকল্পিতভাবে আবুল হোসেন ও আলী হোসেন তাদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে গুরুতর আহত হন কৃষক সহোদর আবু হানিফ ও মোস্তফা আহমদ। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এই হামলার ঘটনায় আহত মোস্তফা আহমদ হামলাকারী দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..