1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

স্লোগান দিতে হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে দিন : কাদের

  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

 

অনলাইন ডেস্ক:: বহুল প্রত্যাশিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন সাড়ে ১১টায়। ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভা মঞ্চে উঠেন। এরপর দুপুর ১২টার দিকে ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন। এ সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ওবায়দুল কাদের কে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান যদি দিতে হয়, তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।

তিনি বলেন, অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে দেশ।

সম্মেলনে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ সময় স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..