1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাঙালিদের কটাক্ষ করে বিপাকে পরেশ রাওয়াল

  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার পঠিত

অনলাইন ডেস্ক:: বলিউড অভিনেতা পরেশ রাওয়াল বাঙালি ও বাংলাদেশিদের নিয়ে কটাক্ষ করায় তোপের মুখে রয়েছেন। বাঙালিদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে আগামী ১২ ডিসেম্বর পুলিশ কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে তাকে। এ বিষয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) অভিনেতাকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ।

সম্প্রতি এই অভিনেতা গুজরাটে বিজেপির পক্ষে প্রচারের সময় বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম কমবে। মানুষও কর্মসংস্থান পাবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী এবং বাংলাদেশিরা যদি দিল্লির মতো আপনার আশপাশে থাকতে শুরু করে, তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’

পরেশ রাওয়ালের এই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মো. সেলিম।

জানা যায়, অভিযোগপত্রে সেলিম লিখেছেন, ‘দাঙ্গা উসকে দিতে এবং সারা দেশে বাঙালি সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে ও জনদুর্ভোগ সৃষ্টি করতে জনসম্মুখে এ ধরনের বক্তব্য দিয়েছেন পরেশ রাওয়াল। তার এই বক্তব্যে সমস্ত বাঙালির প্রতি কটূক্তি করা হয়েছে। বাঙালিদের বিরুদ্ধে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও অসন্তুষ্টি জাগিয়ে তুলবে এমন বক্তব্য।’

অভিনেতা পরেশ রাওয়ালের বাঙালিদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সোশ্যালে। ভিডিওটি নজরে আসায় বিভিন্ন বাঙালি নেতিবাচক সমালোচনা করছেন বলি তারকার।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..