1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় সাংবাদিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৮২ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নেতৃবৃন্দ বুধবার দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। এতে একাত্বতা প্রকাশ করে মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।

সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, সুলতান আহমদ খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, এটিএন বাংলার ইউ,কে ব্যুারো চিফ প্রবাসী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, নজরুল একাডেমির উপদেষ্ঠা জুনায়েদ রায়হান রিপন, ফ্রেন্ডস ক্লাব ইউ,কের বড়লেখা প্রতিনিধি শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক ময়নুল ইসলাম, নাট্যকর্মী হানিফ পারভেজ, নিরাপদ সড়ক চাই’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হেনস্তা করা হয়। শুধু রোজিনা ইসলাম নয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংবাদিকদের ওপর যেভাবে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা ঘটছে, তা উদ্বেগজনক। তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তির পাশাপাশি হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..