রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে কয়েকজন অশান্ত বিএনপি কর্মী তাদের ওপর চড়াও হন।
বিএনপির নেতাকর্মীরা আক্রমণাত্মক হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে, ককটেল নিক্ষেপ করতে থাকে, ভাংচুর করে যানবাহন।
তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং বাঁশের লাঠি নিয়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়।
পরে বিক্ষোভকারীরা আরও বাড়তে থাকে। তখনই সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।জান-মাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস শেল ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ফের ইটপাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় তাদের কেউ কেউ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে অবস্থান নেয়; সেখানে ভেতরে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।