সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
পর্তুগালের বিদায়ের ফলে কাতার থেকে নেইমারের পর খসে পড়ল রোনালদো নামক আরেকটি তারা। এখনো টিকে রইলো এমবাপ্পে ও লিওনেল মেসি। এমবাপ্পে সেমিতে যাবেন কিনা তা জানা যাবে দিনের দ্বিতীয় ম্যাচেই। কিন্তু লিওনেল মেসি ইতোমধ্যে দলকে নিয়ে চলে গেছেন সেমিফাইনালে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আগের আসরের রানার্সআপ ক্রোয়েশিয়াকে।
পর্তুগালের বল পায়ে রাখা, ফাইনালে থার্ডে আক্রমণ শানার ফাঁকে সুযোগের অপেক্ষায় ছিল মরক্কো। তারা গোল করার মতো তিনটি কাউন্টার অ্যাটাকও তুলেছিল। এর মধ্যে শেষ বাঁশির আগে পরিষ্কার গোল করার সুযোগ হারায় তারা। গোলরক্ষকে ফাঁকা পেয়ে জালে বল পাঠাতে পারেনি আফ্রিকার দলটি। এই জয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কো তাকিয়ে থাকবে ফ্রান্স ও ইংল্যান্ড ম্যাচের দিকে। শেষ চারে ওই ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে তারা।