1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বার্নলিকে হারিয়ে চারে লিভারপুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চারে উঠেছে লিভারপুল। উজ্জ্বল করেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা। প্রতিপক্ষের মাঠে বুধবার ৩-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ম্যাচের প্রথম চার মিনিটেই ভালো দুটি সুযোগ পায় সফরকারীরা। প্রথমে ডি-বক্সে মোহামেদ সালাহর শট রুখে দেন ডিফেন্ডার বেন মি। কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি সাদিও মানে।

১৬ মিনিটে সুযোগ আসে আরেকটি। মানের ব্যাকহিল ফ্লিকে ছয় গজ বক্সের সামনে থেকে বল বাইরে মারেন ফিরমিনো। ২৯তম মিনিটে দুরূহ কোণ থেকে থিয়াগো আলকান্তারার শটও লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ‘ওয়ান-অন-ওয়ানে’ উড়িয়ে মেরে হতাশ করেন সালাহ।

৩৮তম মিনিটে বার্নলির ডুয়াইট ম্যাকনিলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলিসন।

বিরতির আগে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। বাঁ দিকের বাইলাইনের কাছে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান মানে। ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফিলিপস। লিভারপুলের হয়ে ইংলিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৬৮তম মিনিটে ফিলিপসের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে লিভারপুল। কর্নারে জেমস টারকোভস্কির হেড গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন তিনি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করেন চেম্বারলেইন। রবার্টসনের পাসে নিচু শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার। দারুণ জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।

শেষ রাউন্ডে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে লিভারপুল। চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে লেস্টার সিটি।

৩৭ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬৬। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পাঁচে নেমে গেছে লেস্টার সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে তিনে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইটা চলছে এখন এই তিন দলের মধ্যে। আগেই ইউরোপ সেরার মঞ্চের টিকিট নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৩।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..