বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে মৌলভীবাজার বাসী।
আজ বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলো
চনা সভা অনুষ্ঠিত
হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ডার আনসার আলী; বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুসহ বীরমুক্তিযোদ্ধাগণ,সাংবাদিক,আওয়ামী লীগ নেতৃবৃন্দ,জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শি
শু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।