1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রবির প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি পালন করা হয়েছে এবং অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পন্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবির ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ সময় উপস্থিত ছিলেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অস্থায়ী শহীদবেদিতে পুষ্পন্তবক অর্পণের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, রবির ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বাংলার মুক্তিসংগ্রামে নিহত সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হত্যাযজ্ঞ ১৯৭১-এর পূর্ব থেকেই শুরু হয়ে স্বাধীন বাংলাদেশেও অব্যাহত ছিল।

১৯৭৫ খ্রিষ্টাব্দে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, ২১শে আগস্টে গ্রেনেড হামলা এ সবই স্বাধীনতাবিরোধী শক্তি তথা পাকিস্তানিদের এদেশীয় দোসরদের সুপরিকল্পিত কার্যক্রমের অংশ। যাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। তাদের সম্বন্ধে তরুণ প্রজন্ম পরিপূর্ণ ধারণা রাখে না। এজন্য পঠন-পাঠনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে জাতির সূর্যসন্তানদের পরিচিত করানো শিক্ষকদের দায়িত্ব বলে তিনি মনে করেন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম বলেই আজ আমরা রাষ্ট্রের বিভিন্ন সম্মানজনক পদে আসীন হতে পারছি এবং জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের কখনো ক্ষমা করবেন না। তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং শহিদদের উত্তরাধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। আলোচনা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করেন রবির সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..