বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির মধ্যেই ভারতে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস নামের এক ধরনের ছত্রাকের সংক্রমণ। খুব দ্রুত মিউকরমাইকোসিস অথবা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় একে মহামারি ঘোষণা করেছে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান।
বুধবার রাজস্থানে একশ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্তের পর রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব অখিল অরোরা মহামারি আইন-২০২০ অনুযায়ী এ ঘোষণা দেন। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখন্দ সহ বেশ কয়েকটি রাজ্যেও দেখা মিলেছে এই ছত্রাকের সংক্রমণ।
এদিকে, দেশটিতে করোনা পরিস্থিতি সামাল দিতে বাড়িতে করোনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। এই রেপিড অ্যান্টিজেন টেস্ট কারা করতে পারবেন এবং কীভাবে করতে হবে সে ব্যাপারে একটি গাইডলাইন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। তবে উপসর্গ নিয়ে বাড়িতে অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ ফল এলে রোগীদের আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেয়া হয়েছে।
গত কয়েকদিনের তুলনায় দেশটিতে মৃত্যু কিছুটা কমেছে। বুধবার ভারতে করোনায় মারা গেছে ৩হাজার ৮৮০ জন, শনাক্ত দুই লাখ ৭৬ হাজারের বেশি।