রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অমিনুল ইসলাম মৃধার উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা এলজিইডি বিভাগ। মানববন্ধনে বক্তব্য রাখেন- এলজিইডি কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. উবায়দুল হক, মো. লায়েস মিয়া, হিসাব রক্ষক মো. আবুল হাসিম, সাভের্য়ার মো. সাদিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, অনতিবিলম্বে এলজিইডি প্রকৌশলী অমিনুল ইসলাম মৃধার উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আক্রান্ত প্রকৌশলীসহ এলজিইডির সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহবান জানান। মানববন্ধনে এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা। হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান।