1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মেয়র মুক্তমঞ্চে দুইদিনব্যাপি কোরাস সাহিত্য উৎসব সম্পন্ন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পঠিত

 

স’লিপকঃ জাতীয় সংগীত পরিবেশন এবং বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মৌলভীবাজারে ৩য় বারের মতো “জাগুক প্রাণ কথায়, ছন্দে” স্লোগান নিয়ে দুইদিনব্যাপি কোরাস সাহিত্য উৎসব ২৩ ডিসেম্বর শুক্রবার প্রথমদিন শহরের মেয়র মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান। প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশন ২দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ। এসময় জাতীয় পতাকা এবং কোরাস পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
উৎসবে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট কবি প্রাণজি বসাক, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক, জাতীয় যাদুঘরের পরিচালক কবি শিহাব শাহরিয়ার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক প্রমুখ।
দ্বিতীয় পর্বে কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার কবি সাবরিনা রহমান বাঁধন, রাজনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজতকান্তি গোস্বামী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
তাওফিকা মুজাহিদ ও সাইবা জামান সাবাহ্’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের ছোট কাগজ কোরাসের সম্পাদক কবি মুজাহিদ আহমদ। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ বজলুর রহমান, শিক্ষক ও লেখক মায়া ওয়াহেদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল খালিক, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক কবি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, লোক গবেষক আহমদ সিরাজ, কবি নজমুল হেলাল, কবি ও ঔপন্যাসিক মাহবুবুল আলম, কবি ও নাট্যকার আব্দুল মতিন প্রমুখ।
মধ্যাহ্ন বিরতির পর তৃতীয় পর্বে খড়িমাটি সম্পাদক কবি মনিরুল মনির সঞ্চালনায় ও বৈঠা সম্পাদক কবি শিহাব শাহরিয়ারের সভাপতিত্বে লিটল ম্যাগাজিনঃ কুয়াশায় ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নেন অনিকেত শামীম, পুলিন রায়, ইসলাম রফিক, দেবব্রত সেন, শাহানা আক্তার মহুয়া, সুমন বণিক ও খালেদ উদ-দীন।
ছড়াশিল্পী ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুলের সঞ্চালনায় চতুর্থ পর্বে সভাপতিত্ব করেন মিনার মনসুর। কবিকন্ঠে কবিতা পাঠে অংশ নেন আসাদ মান্নান, শিহাব শাহরিয়ার, চন্দন কৃষ্ণ পাল, শিবলী মোকতাদির, মোহাম্মদ হোসাইন, শাহাদাত বখত শাহেদ, খালেদ উদ-দীন, কাজী শোয়েব শাবাব, মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় কবিবৃন্দ।
পঞ্চম পর্বে স্বপ্তস্বর সঙ্গীত বিদ্যাপীট মৌলভীবাজারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের উৎসবের সমাপ্তি করা হয়।
আজ ২৪ ডিসেম্বর শনিবার সমাপনী দিনের প্রথম পর্বে কবি শাহ মোহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে ও কবি মানিক বৈরাগীর সঞ্চালনায় কবিকন্ঠে কবিতা পাঠে অংশ নেন অনিকেত শামীম, নজমুল হেলাল, জাকির জাফরান, ইসলাম রফিক, হালিম আব্দুল্লাহ, পুলিন রায়, মালেকুল হক, সজল ছত্রী, শামীম হোসেন, সালেমুল শাহিন, আবিদ ফায়সাল, পারভীন শাহনাজ, সরোক সিকদার, শাহনাজ মৌ, এমরান হাসান, রুমা দাশ পড়শীসহ স্থানীয় কবিবৃন্দ।
দ্বিতীয় পর্বে কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদিরের সঞ্চালনায় ও ভারতের কবি প্রাণজি বসাকের সভাপতিত্বে কবিতার রূপান্তর শীর্ষক আলোচনায় অংশ নেন নায়েমের পরিচালক কবি ও প্রাবন্ধিক স্বপন নাথ, কবি ও প্রাবন্ধিক আবুল ফতেহ ফাত্তাহ, সাহিত্যের ছোট কাগজ মৃদঙ্গের সম্পাদক কবি কামরুল বাহার আরিফ, সাহিত্যের ছোট কাগজ জলধির সম্পাদক কবি নাহিদা আশরাফী প্রমুখ।
তৃতীয় পর্বে নাগরী ভাষা ও লোক সাহিত্যে নানা সম্পদ শীর্ষক আলোচনায় কবি ও প্রাবন্ধিক আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ আবদুল খালিক, প্রাবন্ধিক দীপংকর মোহন্ত, লেখক শেখ লুৎফর, কবি চন্দনকৃষ্ণ পাল প্রমুখ। পর্বটি সঞ্চালনা করেন সাহিত্যের ছোট কাগজ জলধির সম্পাদক কবি নাহিদা আশরাফী।
চতুর্থ পর্বে ছোটগল্পকার সাংবাদিক আকমল হোসেন নিপুর সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল খালিক। এ বছর কোরাস সম্মাননা দেয়া হয় ছড়াকার আবদুল হামিদ মাহবুব, লোক গবেষক আহমেদ সিরাজ ও কবি খালেদ উদ-দীন। পরে আবৃত্তির পাঠশালা উচ্চারণ বৈচিত্র্যে পংক্তিমালা পরিবেশন করে। সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাকির জাফরান, এমরান হাসান, বাউল ফারুক শাহ ও বাউল রিপন উদাসীর পরিবেশিত গানের মাধ্যমে দুই বাংলার শতাধিক কবি সাহিত্যিক লেখকবৃন্দের শতস্ফুর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী কোরাস সাহিত্য উৎসবের সমাপ্তি ঘটে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..