সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস ম্যাচে আলাদা নজর ছিল দুই দলের তারকা ফুটবলার লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইকের দিকে। মেসিকে সামলানোর মূল দায়িত্বটা নিয়ে ডাচদের সেমিফাইনালে নিয়ে যাবেন ফন ডাইক এমনটাই প্রত্যাশা ছিল নেদারল্যান্ডসের ফুটবল ভক্তদের। তবে, সেই ম্যাচে নায়কের পরিবর্তে খলনায়ক হয়েই মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।
মেসি জাদুতে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে দারুণ চমক দেখিয়ে ২ গোল পরিশোধ করে ম্যাচেও ফিরেছিল ডাচরা। অতিরিক্ত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে দাঁড়ান ফন ডাইক।
বিশ্বকাপ শেষ করে ক্লাব ফুটবলে ফিরেছেন ফন ডাইক। তবে এখনও সেই পেনাল্টি মিসের আক্ষেপ ভুলতে পারেননি তিনি। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার জানান, আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিস করার পর দুই দিন ঘুমাতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেনাল্টি মিস করে দুই দিন ঘুমাতে পারিনি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমরা কাছে চলে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এমন এক ম্যাচে পেনাল্টি মিস করেছি, এটা আসলে খুবই কষ্ট দেয়।’