1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

২০২২ সালের আলোচিত নাটক-ওয়েব কনটেন্ট

  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭০ বার পঠিত

বিনোদন ডেস্ক :: টিভি নাটকে অনেক অপ্রাপ্তি থাকলেও ২০২২ সালে ওটিটি কনটেন্টে মুখর ছিল। যা নতুন করে আশার আলো দেখিয়েছে। যদিও টিভি চ্যানেলের নাটক তৈরি থেকে ইউটিউবের জন্য নাটক বেশি নির্মাণ হয়েছে এ বছর।
চলতি বছরে জনপ্রিয় তারকারা ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফরম বা সিনেমামুখী হয়েছেন। আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, তাসণিয়া ফারিনরা টিভি নাটকে বাছাই করা কাজ করারা পাশাপাশি ওটিটি বা সিনেমায় সময় দিয়েছেন বেশি।
এ বছর উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘চম্পা হাউজ’, ‘পুনর্জন্ম-৩’, ‘রিকশা গার্ল’, ‘প্রস্থান’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘ভয়েস ক্লিপ’, ‘লাভ ভার্সেস ক্রাশ টু’, ‘প্রশ্রয়’, ‘উড়ো প্রেম’, ‘অঘটন’, ‘আপনজন’, ‘নিহত নক্ষত্র’, ‘বদলে যাওয়া মানুষ’, ‘নিজস্ব প্রতিবেদক’, ‘ফুলের নামে নাম’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘বাবা তোমার জন্য’, ‘শুরুটাই সুন্দর’।
তৌসিফ মাহবুব, জোভান, সাবিলা নূর, মিশু সাব্বির, মুশফিক ফারহান, সাফা, সজল, ইরফান, মনোজ, সালহা নাদিয়া, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, টয়া, ইয়াশ রোহান, খাইরুল বাসার, সারিকা সাবাহ, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, আরশ খান, নিলয় আলমগীর, জান্নাতুল হিমি, সাব্বির অর্ণব প্রমুখ শিল্পী ইন্ডাস্ট্রির চাকা ধরে রেখেছিলেন।
ধারাবাহিক ‘পিতা বনাম পুত্র গং’, ‘অনলাইন অফলাইন’, ‘শারীরিক শিক্ষা’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’, ‘চিরকুমার চিকু সংঘ’, ‘মা বাবা ভাই বোন’, ‘ব্যাচেলর পয়েন্ট’ এ বছরের আলোচিত ধারাবাহিক নাটক।
এদিকে, প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠে ওটিটি প্লাটফর্ম। সুস্থ বিনোদনে ভরসার নামও হয়ে উঠেছে ওটিটি। রীতিমত শক্তিশালী বাংলা কন্টেন্ট উপহার দেওয়ার প্রতিযোগিতা চোখে পড়েছে এ বছর। চলতি বছরে দর্শকপ্রিয় ওয়েব কন্টেন্টের মধ্যে ছিল ‘শাটিকাপ’, ‘পেটকাটা ষ’, ‘কারাগার’, ‘সিন্ডিকেট’, ‘কাইজার’ ও ‘মায়া শালিক’ দর্শক নন্দিত হয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..