রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরহুমের পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খানের আয়োজনে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল লতিফ খানের পুত্র, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আসম কামরুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় মরহুম আব্দুল লতিফ খানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও দলের সিনিয়র সহসভাপতি একেএম সফি আহমদ সলমান, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ চৌধুরী তুতি, সম্পাদক তাজ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. খোরশেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ৭৫ পরবর্তী সময়ে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, দলের জন্য লতিফ খান ছিলেন নিবেদিত প্রাণ। কোনো লোভ-লালসা তাঁকে মৃত্যুর আগ পর্যন্ত আদর্শচ্যুত করতে পারেনি। সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আইয়ুব আনসারী। উল্লেখ্য, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মরহুম আব্দুল লতিফ খান রাজনীতির পাশাপাশি বরমচাল ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর তিনি ৭২ বছর বয়সে মারা যান।