1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

কোনদিন ভুলবনা এমন একটি বছর : মেসির

  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:: নতুন বছরে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। উষ্ণ বার্তায় তিনি বলেন, ‘কোনদিন ভুলবনা এমন একটি বছর শেষ হলো। সব সময় তাড়া করে বেড়িয়েছি এমন একটি স্বপ্ন, যা শেষ পর্যন্ত সত্যি হলো।’
নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “পরিবার, বন্ধুরা না থাকলে এই শিরোপার কোন মানে হতো না, ‘তবে এই শিরোপার কোন মানে হতো না যদি না এই শিরোপা জয়ের উৎসব আমার অসাধারণ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম, বার বার ব্যর্থ হওয়ার পরও যদি আমার বন্ধুরা আমাকে সমর্থন দিয়ে না যেতেন।” “সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।’ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসি লিখেছেন, “যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল।”মেসি আর লিখেছেন, “আশা করছি, সকলের জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আমার আলিঙ্গন।” নিজের ‘শেষ’ বিশ্বকাপে এসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের আগেও চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। যার তিনটিকে প্রত্যাশার অগাধ চাপ ছিল লিও’র কাঁধে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..