1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মেয়েদের মন জয় করতে চান?

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : মেয়েরা কী চায়- সেটি অনেক ছেলেই বুঝতে পারে না। তাই পছন্দের মেয়েটিকে খুশি রাখার কৌশল নিতে গিয়েও অনেককে হিমশিম খেতে হয়। মেয়েদের খুশি রাখার জন্য যে কৌশলগুলো ছেলেরা অবলম্বন করতে পারে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-

জিজ্ঞাসা করুন- সে কী চায়?

সব মেয়ের চাওয়া এক ধরনের হয় না। তাই মেয়েটিকে খুশি রাখার জন্য তার সঙ্গে কিছু সময় কাটান। তার পছন্দ বা অপছন্দ সম্পর্কে জেনে নিন। বন্ধু হয়ে তাকে সাহায্য করুন। তার মনোভাব বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি মেয়েই নিজেকে অন্যদের তুলনায় আলাদা ভাবে। সে কারণে মেয়েটির সঙ্গে কথা বলার সময় তাকে বলুন সে অন্য মেয়েদের মতো নয়।

বিশ্বাস অর্জন করুন

মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া, বিশ্বাস অর্জন করা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জনের বিষয়টি জরুরি। মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায়।

আগ্রহ দেখান

মেয়েটির সঙ্গে কথা বলার সময় অন্যমনস্ক হবেন না। বেশিরভাগ সময়েই দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে। অমনোযোগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না। যত্নবান ছেলেরাই মেয়েদের খুশি রাখতে পারে।

খোলাখুলি কথা বলুন

কথা বলার সময় স্মার্টনেস বজায় রাখুন। হাতের ইশারা ও চোখের অঙ্গভঙ্গী অনেক সময় মেয়েদের মুগ্ধ করে। মেয়েটির কাছে কোনো বিষয় লুকাবেন না। নিজের প্রতি যত্নবান ছেলেদের দেখলে মেয়েরা কখনো কখনো প্রেমে পড়ে যায়।

শুনুন তার কথা

মেয়েরা কথা বলতে ভালোবাসে। আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টো আপনাকেই তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে। তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে শোনাটাই বুদ্ধিমানের কাজ। যারা সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত মন্তব্য করে, তাদের প্রতি মেয়েরা সহজেই আকৃষ্ট হয়।

তাকে হাসান

মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা। মেয়েরা হাসতে খুব পছন্দ করে। তাই মেয়েদের খুশি রাখার জন্য এ কৌশল বেছে নেওয়া যেতে পারে।

প্রশংসা করুন

প্রশংসা শুনকে কে না ভালোবাসে। বিশেষ করে মেয়েরা প্রশংসা শুনতে একটু বেশিই পছন্দ করে। সে কারণে তাদের খুশি রাখার জন্য বেশি বেশি প্রশংসা করা উচিত।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..