বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : চরম নাটকীয়তা নেপালের রাজনীতিতে। তার সর্বশেষ দৃশ্যে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। একই সঙ্গে আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন তিনি। আজ শনিবার আকস্মিকভাবে তিনি এ ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্সিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা কেউই শুক্রবারের মধ্যে নতুন সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি। এ সময়সীমা নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী।