1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

অবশেষে আড়াল ভেঙে দেখা দিলেন সামান্থা

  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলে। কয়েক মাস আগে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি।
ডিসেম্বরের শেষের দিকে জানা যায়, কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা। এসব নিয়ে নানা আলোচনা হলেও আড়ালেই ছিলেন তিনি। অবশেষে আড়াল ভেঙে দেখা দিলেন সামান্থা।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় সামান্থাকে। এসময় মেকআপ ছাড়া সাদা রঙের পোশাকে সেজেছিলেন তিনি। সাদামাটা লুকে পায়ে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করতে দেখা যায়। উপস্থিত অনেকে সেলফি তোলার আবদার জানালে তা-ও পূরণ করেন এই নায়িকা। এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে সামান্থা কোথায় গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এরই মধ্যে কাজেও ফিরেছেন সামান্থা। গতকাল নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, সিনেমার ডাবিং করছেন তিনি।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ১৭ ফেব্রুয়ারি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..