সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫ তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও ১০ জন।
আজ রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়া উপকূলের স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা থেকে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় তিউনিসিয়ার কোস্টগার্ড আরও ২০ জনকে উদ্ধার করেছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় পাড়ি জমাচ্ছিলেন তারা।