শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ কামাল বাংলাদেশ ২য় যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ৩দিন ব্যাপী ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ -এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মো: আব্দুর রাজ্জাক, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ৩দিনব্যাপী ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হবে। গেমসে বিভিন্ন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠন অংশ নেবেন। এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলী জানান,দাবা ইভেন্টে বিভিন্ন উপজেলা থেকে আগত অনুর্ধ্ব ১৭ দাবাড়ুদের মধ্যে ৩ জন বালক ও ৩জন বালিকা নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার অর্ক প্রতীম আচার্য্য ও রাজর্ষি দাস গুপ্ত, রাজনগরের দাবাড়ু অচিন্ত শ্যাম চৌধুরী,মৌলভীবাজার সদর উপজেলার দাবাড়ু মোছা: হাজেরা বেগম ও মোছা: মরিয়ম বেগম এবং কুলাউড়ার দাবাড়ু শ্রাবনী আক্তার।
—