সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: লিওনেল মেসির বয়স হয়ে গেছে ৩৫। তবে মাঠের পারফরম্যান্স এখনও টগবগে তরুণের মতো। বিশ্বকাপে জাদুকরী পারফরম্যান্সে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ তিনি।এবার জাতীয় দলের দায়িত্ব শেষে পিএসজিতে ফিরেছেন মেসি। ক্লাবেও বিশ্বমঞ্চের সেই পারফরম্যান্স অনূদিত করলেন ফুটবল জাদুকর। লিগ ওয়ানে রাজকীয় প্রত্যাবর্তনের ম্যাচে অঁজির বিপক্ষে ঈর্ষণীয় পারফরম্যান্সে ২-০ গোলে পিএসজিকে দুরন্ত জয় এনে দিয়েছেন তিনি।বুধবার (১১ জানুয়ারি) রাতে পার্ক দেস প্রিন্সেসে খেলায় প্রথমে উগো একিতিকে দিয়ে গোল করান মেসি। পরে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তার এমন পারফরম্যান্সে প্রশংসায় মেতেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ম্যাচের পর এক ভিডিও বার্তায় গালতিয়ের বলেন, আরেকটি রাতে আবার বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম আমরা। লিও খেলতে চেয়েছিল। শারীরিকভাবে ফিট আছে সে। যখন তাকে মাঠে দেখলাম, তখনই ধরে নিয়েছিলাম, আমাদের জয়ের গ্যারান্টি আছে। ও গোটা ম্যাচে খেলতে সক্ষম ছিল। সেটা ভালো খবর।কাতারে ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে সোনালি ট্রফি জেতে আর্জেন্টিনা। পরে বীরের বেশে দেশে ফেরেন মেসি। সেখানে দারুণ সংবর্ধনা পান তিনি। পরে সময় নষ্ট না করে প্যারিসে ফেরেন সর্বকালের সেরা ফুটবলার। সেখানেও রাজকীয় অভ্যর্থনা পান ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। দ্য পারিসিয়ানদের হয়ে ময়দানি লড়াইটাও স্মরণীয় করে রাখলেন তিনি।