রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: এবার পাকিস্তান সফরে করাচিতে আনন্দ বেদনার গল্পটা ভালই লিখেছেন এই কিউই। প্রথম টেস্টে ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করার কষ্টটা পরের টেস্টে করেছেন লাঘব (১২২)। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গোল্ডেন ‘ডাক’। পরের ম্যাচে সেই কনওয়ে করেছেন সেঞ্চুরি (১০১)।তার সেঞ্চুরির পাশে কেন উইলিয়াসমনের ৮৫। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ইনফর্ম ব্যাটারের ১৮১ রানে ভর করে ২৬১/১০ স্কোর পুঁজি নিয়ে ৭৯ রানের বিশাল জয় পেয়েছে নিউ জিল্যান্ড।করাচিতে এই জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে নিউ জিল্যান্ড। আইসিসি ওয়ানডে সুপার লিগে উঠে এসেছে পয়েন্ট তালিকায় সবার উপরে (২০ ম্যাচে ১৪০ পয়েন্ট)। শুক্রবারে ফয়সালা হবে সিরিজের।প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কেন উইলিয়ামসনের দলকে ৫০ ওভার পার করতে দেননি পেসার নাসিম শাহ (৩/৫৮) ও বাঁ হাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ (৪/৩৮)। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৬৩/১ স্কোরে তিনশ’র স্বপ্ন দেখা নিউ জিল্যান্ড শেষ পাওয়ার প্লে-তে ৪২ রানে হারিয়েছে ৪ উইকেট।ডেভন কনওয়ে এদিন ৫৭ বলে ফিফটির পর ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৯ বলে। নাসিম শাহ’র বলে প্লেড অন হওয়ার আগে করেছেন ৯২ বলে ১৩ চার, ১ ছক্কায় ১০১ রান। কেন উইলিয়ামসন এদিন মিস করেছেন ১৪তম ওডিআই সেঞ্চুরি। বাঁ হাতি স্পিনার নওয়াজকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাঁটা পড়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক।২৬২ রানের জবাব দিতে এসে ব্যাটিং পাওয়ার প্লেতে পিছিয়ে পড়েছে পাকিস্তান (৩১/২)। সেখান থেকে তৃতীয় উইকেট জুটির ৫৫ রানে ম্যাচে ফেরার আভাস দিলেও অধিনায়ক বাবর আজমকে সাপোর্ট দিতে পারেনি কেউ।শেষ ৬০ বলে ৯৬ রানের টার্গেট কঠিন হয়ে গেছে তাদের। সেঞ্চুরির কক্ষপথে ছিলেন বাবর। তবে ইস সোধিকে রিভার্স সুইপ করতে যেয়ে স্ট্যাম্পিংয়ে থেমেছেন তিনি ৭৯ রানে (১১৪ বলে ৮ চার, ১ ছক্কা)।সাউদি (২/৩৩) এবং ইস সোধি (২/৩৮) করেছেন দারুণ বোলিং।