বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩০ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: শেকড়ের কাছে ফেরত যাওয়ার প্রয়াসে এবং বাঙালীর ঐতিহ্যবাহী ঘুড়িকে এই প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে প্রতি বছরে রন্যায় এবার ও ৫ম বারের মতো পৌষ সংক্রান্তিতে “ঘুড়ি উৎসবের” আয়োজন করে কুলাউড়ার সামাজিক সংঘঠন “প্লাটুন টুয়েলভ”।
১৪জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিযনের হলিচড়া চাবাগানের পাল টিলা নামক এলাকায় এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই ঘুড়ি উৎসবে অংশ গ্রহণ করেন। প্লাটুন টুয়েলভ এর সভাপতি আইনুল নাহিদ ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন জানান, এবারের ঘুড়ি উড়ানো উৎসবে রকমারি জিনিসের স্টল বসার পাশাপাশি ঐতিহ্যবাহী খাসিয়া নৃত্য,পুঁথি পাঠের আসর,বাহারি পিঠা-পুলির সমাহার, বর্ণাঢ্য আতশবাজি ও ফানুশ উড়ানো হয় দিনব্যাপী এ আয়োজনে। এতে তরুণ-তরুণীরা বাহারি সাজে মেতেছিলেন ঘুড়ি উৎসবে।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন, আমাদের হাজারো বছরের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ হচ্ছে ঘুড়ি উৎসব। প্রকৃতির কাছাকাছি কুয়াশাচ্ছন্ন পৌষের শেষ দিনে মাঘের আগে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এ আয়োজন ঐতিহ্যের ছোঁয়া বহন করে।
দিনব্যাপী এই আয়োজনের পুরস্কার বিতরনী ও আলোচনায় অংশ নেন কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক, ব্রাহ্মণবাজারের ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, প্লাটুন টুয়েলভের অন্যতম সিনিয়র সদস্য সারওয়ার আহমদ সাদি প্রমুখ।