বুধবার, ০৭ জুন ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: জাপান থেকে দুবাই যাওয়ার পথে বিমানে সন্তান প্রসব করেছেন এক নারী। ওই সময় বিমানটি ৩৫ হাজার ফুট উঁচুতে উড়ছিল।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় ইকে৩১৯-এ বিমানের ফ্লাইটে এ ঘটনা ঘটে।খালিজ টাইমসের খবরে বলা হয়, এমিরেটস এয়ারলাইন্স জানায়, ওই দিন টোকিও নারিতা থেকে দুবাই যাওয়ার বোর্ড ফ্লাইটে এক নারী সন্তান জন্ম দেন। এ সময় ওই যাত্রীকে সহায়তা করেন ক্রুরা। এরপর ফ্লাইটটি সময়মতো দুবাইয়ে পৌঁছায়। যাত্রী ও শিশুর অবস্থা স্থিতিশীল ছিলো। দুবাই পৌঁছানোর পর চিকিৎসকরা মা ও শিশুকে চিকিৎসা দেন।যাত্রীরা জানান, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে ক্রুরা দ্রুত সাড়া দেন ও সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন।