মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মগবাজারে একটি বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বড় মগবাজারের ওয়ারলেস এলাকার কমিউনিটি ক্লিনিকের বিপরীত পাশের রাস্তায় এই বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে রাখা একটি ময়লা ড্রামে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ৩-৪ জন আহত হয়েছেন। তবে কেউ বলছেন, একটি ওষুধের দোকানের সামনে একটি প্লাস্টিকের ড্রাম বিস্ফোরিত হয়েছে।রমনা মডেল থানার এসআই মো. শফিকুল ইসলাম শফিক জানান, কমিউনিটি হাসপাতালের উল্টো পাশের রাস্তায় একটি ময়লা ড্রাম রাখা ছিল। এখানে নিয়মিত ময়লা ফেলা হয়। ১১টার দিকে হঠাৎ এই ড্রামে বিস্ফোরণ হয়।থানার ওসি আবুল হাসান বলেন, একটি ওষুধের দোকানের সামনে একটি প্লাস্টিকের ড্রাম বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।