অনলাইন ডেস্ক: খোলামেলা পোশাক পরেন। মধ্যরাতেও লাইভে হাজির হন ভক্তদের সামনে। তবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক দিতে গিয়ে বিপাকে মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। জানালায় পর্দা সরিয়ে রোদ পোহাতে দেখা গেল পুনমকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পুনম। আর তাতেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি!ছবিতে দেখা যাচ্ছে, তার পরনে ছেঁড়া জিনস, সঙ্গে টি-শার্ট। আর সেই টি-শার্টেই চমক। সেটা যে জাতীয় পতাকা! কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র। তার নিচে সবুজ।এদিকে সেই ছবি দেখেই বিতর্ক শুরু। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সে কথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই। তার ছবিতে মন্তব্য করেছেন, প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!কেউ বলেছেন, সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কর! আবার কেউ সতর্ককরে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন।বলিউডের গোপন উন্মাদনা তিনি। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পর্দায় হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে-উষ্ণ আবেদন রেখেই চলেন ৩১ বছরের তারকা।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : newsmkp@gmail.com/
onlinemkantho@gmail.com