মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
স’লিপকঃ বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মৌলভীবাজার আগমন উপলক্ষে শনিবার (২৮ জানুয়ারী) শহরের শাহ্ মোস্তফা পার্টি সেন্টারে বাউল সমিতি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক বাউল শান্ত সরকার ও সদস্য বাউল শিল্পী সরকার সন্ধানীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউলশিল্পী শেখ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধম সুহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা, সদর উপজেলা ও রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সুস্থধারার বাউল গানের পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভালো মানের বাউলগান পরিবেশনের পরিবেশ তৈরি করতে যতটুকু সাহায্যের প্রয়োজন হয়, তা গ্রহণ করবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আশ্বাস প্রদান করেন।