শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে রাজশাহীর সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে তিনি সারদায় পৌঁছান।দীর্ঘ পাঁচ বছর পর রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী। সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে দুপুরে শহরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।প্রধানমন্ত্রী সফর উপলক্ষে আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সেখানে দায়িত্ব পালন করেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করেন প্রশাসনের বিভিন্ন দফতরের সদস্যরা।