মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
সমরেন্দ্র রায় :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণীর আত্মহত্যা করেছেন শনিবার দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই তরুণী। তার পরিচয় জানা যায়নি।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের সময় সিলেট থেকে ঢাকাগামী ট্রেন আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই তরুণী চলন্ত ট্রেনটির নিচে ঝাঁপ দেন। ট্রেনটির ইঞ্জিনের বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার আপ হোম সিগনালসংলগ্ন এলাকা ৩০৭-এর ৫ থেকে ৬ মাইল ফলক এলাকায় ফেলে দেয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।