শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো: রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) মো.আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, অধ্যাপক শাহাজাহান মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর এলাকার কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।