শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় প্রাথমিকের ঝরেপড়া রোধে পরিচালিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) ৭০টি পাঠদান কেন্দ্রের দুই সহ¯্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস ও পাঠ্য বইয়ের ব্যাগ বিতরণ করেছে কার্যক্রম বাস্তবায়নকারি বেসরকারি সংস্থা ইউ.ই.আর.ডি (ইউনাইটেড এফোর্টস ফর রোরাল ডেভলপমেন্ট)। রোববার দুপুরে সর্বশেষ কেন্দ্র হাকালুকি হাওর পাড়ের মুর্শিবাদকুরা উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও স্কুল ব্যগ বিতরণের মাধ্যমে উক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইউ.ই.আর.ডি’র উপজেলা ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও শিক্ষিতা শিল্পী রানী বিশ্বাস। ইউপি সদস্য ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপারভাইজার মো. খোকন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, ইউ.ই.আর.ডি’র নির্বাহী পরিচালক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক আপ্তাব আলী, রফিকুল ইসলাম, গৌতম দাস, আমির হোসেন, প্রোজেক্ট সুপারভাইজার সুমন দাস, শিক্ষক ফাতেমা জান্নাত বুশরা, সুমানা বেগম, প্রিয়াংকা রানী দাস প্রমুখ।