মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার মনুনেট হাই স্পীড ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জানুয়ারী) দুপুর অনুমান ১২ ঘটিকার সময় সদর থানার জগন্নাথপুর কাজীবাড়ি রোডে নিকট থেকে কয়েক জন চিহ্নিত চোর ফাইবার ক্যাবল চুরি করে নিয়ে যায়। ফাইবার আইডি লিং বিডি ৪৪৪০৬। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ করেছেন এমডি মাহবুবুর রহমান। মডেল থানার অভিযোগে জানাযায়, মৌলভীবাজার কাশীনাথ রোডের মাহবুবুর রহমান এই কোম্পানীর এমডি হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছেন। তার ব্যবসায়ীক সুনাম নষ্ট ও ক্ষতি সাধন করার জন্য একটি কুচক্রী মহল জগন্নাথপুর কাজী বাড়ির নিকট থেকে মূল্যবান ফাইবার ক্যাবল কেটে একটি সিএজি গাড়ীতে নিয়ে যায়। ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোক জন তাদেরকে দেখেছে। চোর চক্রকে ধরার জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।